Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • পটুয়াখালী ভার্সিটিতে, অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রথমবারের মতো কালচারাল নাইট অনুষ্ঠিত

পটুয়াখালী ভার্সিটিতে, অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রথমবারের মতো কালচারাল নাইট অনুষ্ঠিত

মার্চ ১, ২০২৫

দুমকি ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় অধ্যানরত বিদেশী শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো বিদেশি শিক্ষার্থীদের কালচারাল নাইট পালিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে বিকেল থেকে রাত অবধি এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল যথাক্রমে কেক কাটা, ফটো সেশন, ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট কাউন্সিলের কনভেনার অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মামুন উর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের অধ্যাপক ড. আলি আজগর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, সহকারী প্রক্টর মোঃ আনোয়ার জাহিদ এবং সহকারী হল প্রোভোস্ট এস এম হানিফ।

অতিথিবৃন্দ ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এ ধরনের সুন্দর আয়োজন এর ব্যাপক প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সহায়তা করা হবে মর্মে আশ্বস্ত করেন।

প্রথমবারের মতো এ ধরনের একটি আয়োজন করতে পেরে বিদেশি শিক্ষার্থীরা অনেক আনন্দিত বলে তারা জানান এবং উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার প্রশংসা করেন।

বিদেশি শিক্ষার্থীরা জানান যে, তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত ভবিষ্যতে তারা আরো অধিক পরিমাণ বিদেশি শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয় অধ্যায়নে উৎসাহিত করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিস্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিদেশি শিক্ষার্থীদের এ আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের সকল ধরনের সহযোগিতা করা হবে মর্মে জানান।

উল্লেখ্য যে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *