নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করার লক্ষ্যে মহেশখালী উপজেলার টিম গঠনে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৬ জানুয়ারি বিকাল ৩ টায় মহেশখালী কলেজ মাঠে প্রাথমিক ভাবে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মন্নান, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োজিত খেলোয়াড় বাছাই কমিটির প্রধান আমিনুল হক, সদস্য আ ন ম হাসান ও সদস্য প্রভাষক মোঃ শাহেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন এবং খেলোয়াড় বাছাইয়ে সার্বিক সহযোগিতা করেন, সাবেক ফুটবলার যথাক্রমে এম গিয়াস উদ্দিন, শামসুল আলম রনি, নুরুল হক মেহেদী, জহিরুল ইসলাম, ছানা উল্লাহ, শহীদুল ইসলাম মুকুল, জালাল উদ্দিন হাফেজ, শামিম ইকবাল, মঈন উদ্দিন, সাংবাদিক এম বশির উল্লাহ, আবদুল্লাহ রানা, কামাল উদ্দিন, কৃতি ফুটবলার আবরারুল হক, রাজিব, সোহাগ ও রাসেল।
প্রাথমিক ভাবে বাছাইয়ে মহেশখালী উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অনূর্ধ্ব -১৭ বছর বয়সী ১০৫ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। মহেশখালীর ইতিহাসে এবারই একটি ফুটবল টিম গঠনে এতো পরিমাণ খেলোয়াড়ের উপস্থিতি তা চমক সৃষ্টি করেছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ বলেন, ভালো এবং পরিচ্ছন্ন খেলা উপহার দিয়ে জয়ী হতে হবে। তিনি এতো পরিমাণ খেলোয়াড়ের উপস্থিতি দেখে খুশি হন এবং খেলোয়াড় বাছাই কার্যক্রমে দায়িত্বপালনকারী সবাইকে ধন্যবাদ জানান।