বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন -ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারদের দীর্ঘ দিনের অন্যায়, অনাচার ও জুলুমের পরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে-স্বস্তিতে শ্বাস নিতে পারছে। কিন্তু পতিত স্বৈারাচাররা এখনো থেমে নেই। তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে কিন্তু মহান আল্লাহ স্বৈরাচার ও তাদের দোসরদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র-জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘ দিন বহু ত্যাগ স্বীকার করেছেন। আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকেও আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। তিনি সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।