Shopping cart

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জ
  • সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হলেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, এসআই আতিয়ার, এসআই মোহন

সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হলেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, এসআই আতিয়ার, এসআই মোহন

ডিসেম্বর ৯, ২০২৪

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার শ্রেষ্টত্ব অর্জন করেছে দোয়ারাবাজার থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা। এতে জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, শ্রেষ্ঠ তদন্তকারি অফিসার(এস.আই) মোহাম্মদ আতিয়ার রহমান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি অফিসার ( এস.আই) মোহন রায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা শ্রেষ্ট অফিসার হিসাবে নির্বাচিত দোয়ারাবাজার থানার এই তিন পুলিশ কর্মকর্তাকে পুরুষ্কৃত করা হয়।

এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন।

সভায় চলতি বছরের নভেম্বর মাসের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। ক্যাটাগরিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মামলা নিষ্পত্তি, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান পণ্য উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং বিশেষ সম্মাননা পুরস্কার।

এতে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *