দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১১ টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল হক,উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:এস এম এমদাদুল হক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দীন আহমদ, দোয়ারাবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, উপজেলা সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আম্বিয়া আহমদ, ফায়ার সার্ভিস স্টেশনের আবদুল হান্নান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধি,বিভিন্ন পুজামন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন দুর্গোৎসব দোয়ারাবাজার উপজেলায় পূজা উদযাপনকারীরা যেনো
শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে পারেন এবং পূজা উদযাপনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বেকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক নানান বিষয়ে মতবিনিময় করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দোয়ারাবাজারে সবার সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে স্বস্ব অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান।