সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বিশিষ্ট চিকিৎসকদের সাথে নিয়ে দাঁড়িপাল্লার সমর্থনে গনসংযোগ করেছেন সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
শুক্রবার ( ৩০ ডিসেম্বর) বিকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে সিলেটের বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে এই গণসংযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী।
বৃহত্তর গোবিন্দগঞ্জ বাজার ও আশ-পাশের বিভিন্ন পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন তিনি।
গনসংযোগে ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. আবুল হাশেম চৌধুরী, এনেস্থিসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আব্দুল লতিফ, হেলথ বিভাগের সাবেক ডিজি ডা.মাশুক আহমেদ। জালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডা. শাব্বির আহমেদ,বিশিষ্ট চিকিৎসক ডা. মাসুম আহমেদ,আল হারামাইন হাসপাতালের মেডিসিন বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডা. তামিম আহমেদ।
এসময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গনসংযোগে আব্দুস সালাম আল মাদানী জনতার কাছে যান, তাদের বিভিন্ন চাওয়া-পাওয়ার কথা শুনেন এবং তাদের সাথে নিয়ে নান্দনিক, শিল্পসমৃদ্ধ ও জনগণের কাঙ্ক্ষিত ছাতক-দোয়ারা গঠনে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এদিকে সিলেট বিভাগের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে ব্যতিক্রমধর্মী এমন প্রচারনায় ভোটের মাঠে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষিত ও জনগুরুত্বপূর্ণ এই পেশার মানুষ কর্তৃক নির্বাচনী প্রচারনায় ছাতক-দোয়ারার ভোটের মাঠে সৃষ্টি হয়েছে নতুন সমীকরণ। পরিবর্তন হতে পারে ভোটের হিসাব নিকাশ। এই আসনের ভোটারদের মতে মাওলানা আব্দুস সালাম আল মাদানী’র এমন প্রচারনায় ইতোমধ্যে ভোটের মাঠে নতুন সাড়া পড়েছে। ভোটারদের মন জয় করতে সকল ধরনের পদক্ষেপ ইতোমধ্যে পরিচালনা করেছেন জামায়াতে ইসলামী’র প্রার্থী । ফলে নিজেদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে এবার তাকেই নির্বাচিত করতে চায় ভোটাররা।



