কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চরম ভাড়া বিড়ম্বনার শিকার হয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়সহ কোটবাড়ি সংলগ্ন কেন্দ্রগুলোতে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেন অটোরিকশা ও সিএনজি চালকরা।
ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ‘অটোরিকশা ও সিএনজি চালকরা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি করেন। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়া না দিলে যাত্রী নিতে অস্বীকৃতি জানানো হয়। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।’
ঢাকা থেকে আগত ইশিতা নামের এক পরীক্ষার্থী জানান, ‘কোটবাড়ি বিশ্বরোড থেকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল পর্যন্ত আসতে ১০০ টাকা করে রাখছে অটোরিকশা চালকরা।’
আরেক অভিভাবক বলেন, ‘পরীক্ষার চাপের মধ্যেই সন্তানদের নিয়ে এভাবে ভাড়া নিয়ে হয়রানি খুবই কষ্টদায়ক।’
মাইনুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, ‘আমরা “গাওছিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়” থেকে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছি। আমরা বেশ কয়েকটি অটোরিকশা ও চালককে ধরেছি, যারা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে তাদের হয়রানি করছে।’
এছাড়াও ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছে অনেক অটোরিকশা ও সিএনজি চালক।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।



