রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামির দলীয় প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ইং) সকালে লাকসাম প্রধান নির্বাচনী কার্যালয়ে এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকধারী ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকীর একাধিক নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলে জানানো হয়।
এসময় লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং করণীয় বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “যারা বাংলাদেশ জামায়াতে ইসলামির বিপক্ষ দলের নেতাকর্মী ও নেতৃবৃন্দ অন্যের চরিত্র নিয়ে কথা বলেন, তাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত। আয়নার ভেতরে না তাকিয়ে অন্যের চরিত্র নিয়ে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।” তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামির স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



