মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ (নেত্রকোনা ) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার উত্তর দৌলতপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ- ধর্মপাশা সড়ক থেকে আজ ২৮ জানুয়ারি/২৬ বুধবার সকাল ৭ ঘটিকায় দশ হাজার ২২০ পিস ইয়াবাসহ সোহেল রানা(২২) নামক এক মাদক কারবারি কে আটক করেছে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদক কারবারি সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি শক্তিশালী দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে অবস্হান নেয়। সকাল ৭ ঘটিকায় ধর্মপাশা উপজেলা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক।পরে থাকে কোর্টে চালান করা হবে।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



