Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ

জানুয়ারি ১৩, ২০২৬

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ।

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ।

মোঃ ইমরানুল হাসান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পার্শবর্তী পাথারিয়া বাজারে। সরেজমিন মঙ্গলবার পাথারিয়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারের পূর্ব গলিতে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত যাত্রী ছাউনির শুধু চারটি পিলার এবং ছাঁদ রয়েছে আর অবশিষ্ট অংশগুলো ভেঙে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে আলাপকালে জানা যায়, বিগত কিছুদিন যাবৎ রাতের আঁধারে একটি প্রভাবশালী চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য ধীরে ধীরে জনস্বার্থে নির্মিত সরকারি যাত্রী ছাউনিটি ভেঙে ফেলেছে। এবং যাত্রী ছাউনিটি ভাঙ্গার পর গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল মুমিন এইটাকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করিয়েছেন। সাধারণ জনগণ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টি বাদলের দিনে বিভিন্ন গ্রাম থেকে আসা জনগন ও শিক্ষার্থীরা হাট বাজার করা শেষে এবং স্কুল ছুটির পর এই যাত্রী ছাউনিতে বসে গাড়ীর জন্য অপেক্ষা করতেন। এখন আর বসার কোন জায়গা রইলনা। এই যাত্রী ছাউনিটি কে বা কাহারূ ভেঙেছে সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা এবং পূণরায় এই যাত্রী ছাউনিটি নির্মাণ করে দেওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান বৃহত্তর পাথারিয়া এলাকাবাসী।

যাত্রী ছাউনিকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ জায়গায় মাটি ভরাটের বিষয়ে গাজীনগর গ্রামের আব্দুল মুমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যাত্রী ছাউনি কে বা কাহারা ভেঙেছে তা আমি জানিনা।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: ফাতেমাতুজ জোহরা জানান, আমি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে বা যাহারা যাত্রী ছাউনি ভেঙেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *