Shopping cart

বিএনপি শুধু স্বপ্ন দেখে না পরিকল্পনা ও বাস্তবায়ন করে দেখায় : তানভীর আহমেদ রবিন

জানুয়ারি ১৩, ২০২৬

বিএনপি শুধু স্বপ্ন দেখে না পরিকল্পনা ও বাস্তবায়ন করে দেখায় : তানভীর আহমেদ রবিন।

বিএনপি শুধু স্বপ্ন দেখে না পরিকল্পনা ও বাস্তবায়ন করে দেখায় : তানভীর আহমেদ রবিন।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, বিএনপি শুধু স্বপ্ন দেখে না পরিকল্পনা ও বাস্তবায়ন করে দেখায়। ২০০১-২০০৬ এ বিএনপি সরকার গঠন করলে বেগম জিয়া যখন ক্ষমতা গ্রহণ করেন তাখন এই এলাকা গ্রাম থেকে শহরের রূপ নিতে শুরু করে, আমাদের সন্তানদের জন্য প্রতিষ্ঠা হয় স্কুল, কলেজ, মাদ্রাসা। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা সকল সুবিধা থেকে বঞ্চিত ছিলাম।

১২ জানুয়ারি (সোমবার) সকালে নিজ নির্বাচনী ৫৮ নং পূর্ব শ্যামপুর ওয়াসা নতুন রাস্তা সংলগ্ন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহাফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশেষ সুবিধাভোগী মানুষ তাদের সুবিধার জন্য এই এলাকার অনেক লোককে মামলা হামলায় জড়িয়েছেন, তারা আসলে কখন আপনার আমার ভালোর কথা কল্পনাতে ও আনেনি। এই এলাকার মানুষ নাগরিক সুবিধা পায় না, আমাদের পর্যাপ্ত পাকা রাস্তা নাই, ল্যাম্পপোস্ট নাই, প্রতিনিয়ত ট্যাক্স দেই, গ্যাস পাই না ঠিক মতো। সন্ত্রাসী বাহিনীর হয়রানির কারণে ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এলাকার ছেলেরা চাকরির সযোগ হারিয়েছে। গুন্ডা পান্ডা দিয়ে ত্রাসের রাজত্ব করতো এলাকায়।

তিনি আরো বলেন, আমাদের এলাকায় অনেক সমস্যা, বৃহৎ এই এলাকায় পর্যাপ্ত হাসপাতাল সুবিধা নাই, পারিবারিক, সামাজিক উৎসব করতে কমিনিটি সেন্টার নেই, খেলার মাঠ নাই, আমাদের ছেলেরা স্কুল থেকে এসে হয় রাস্তায় ঘুরছে, মাদকাসক্ত হচ্ছে ৷ নামে শহর আসলে শহরের কোন সুবিধা পাই না।

রবিন বলেন, এই এলাকা আমার, আমি এখানেই বেড়ে উঠেছি, আমি জানি আমার দায়বদ্ধতা, আমার সীমাবদ্ধতা। আমার বাবা যেমন আপনাদের ভালোবাসতো, এই এলাকা ও এলাকার মানুষের জন্য কাজ করেছে আমি তার আদর্শ ধারণ করেই আপনদের পাশে থকতে চাই। আপনাদের সন্তান আমি, বার বার কারাবরণ করে ফিরে এসেছি আপনাদের কাছে। কারণ আমি জানি আমার নিরাপদ আশ্রয়স্থল আপনারা।

তিনি বলেন, সুযোগ পেলে ইন্ডাস্ট্রি গুলো চালু করতে চেষ্টা করবো যেন আমার ছেলে, ভাই, ভাতিজারা চাকরির সুযোগ পাই। উচ্চ শিক্ষা বিস্তারে কাজ করতে চাই আমার জন্য, আমার ভাই, ভাতিজার জন্য। এলাকায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান ভালো হলে ভালো মানুষের বসতি বৃদ্ধি পায়, অন্যায়, অপরাধ কমে যায়।

এই এলাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বেগম জিয়া ওতপ্রতভাবে জড়িয়ে আছেন। এখন সময় এসেছে তার স্বপ্নকে বিএনপি এর হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।

বিগত ফ্যাসিবাদী সরকারের অন্যায়, জুলুম, নির্যাতনের বিষয়ে তিনি বলেন, আল্লাহ পাকের বিচার সবার উর্ধে। তিনি তার বিচার করেছেন। অন্যায়ের রাজত্ব চিরকাল থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *