সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.ইলিয়াস মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী কলিমউদ্দিন আহমদ মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো.আব্দুল কাদির,ন্যাশনাল পিপলস পার্টির মো.আজিজুর রহমান।
অন্যদিকে জাতীয় পার্টির (জাপা)মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলী, স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী’র মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ -৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই–বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।



