Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে আন্তর্জাতিক সফরে যাচ্ছেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক

বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে আন্তর্জাতিক সফরে যাচ্ছেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক

ডিসেম্বর ১৯, ২০২৫

বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে আন্তর্জাতিক সফরে যাচ্ছেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক।

বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে আন্তর্জাতিক সফরে যাচ্ছেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত Youth Exchange Programme (YEP)-এ অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

ময়নামতি রেজিমেন্টের অধীন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে তিনি বিদেশ সফরের জন্য মনোনীত হন। বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বিদেশ সফরের সুযোগ পাবেন তিনি।

গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরে অনুষ্ঠিত বহুনির্বাচনি ও লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি রেজিমেন্ট পর্যায়ে নির্বাচিত হন। পরবর্তীতে বিএনসিসি সদর দপ্তরে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) লিখিত পরীক্ষা এবং ১৭ ডিসেম্বর (বুধবার) বিএনসিসি মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশগ্রহণ করেন। বহুনির্বাচনি, লিখিত ও মৌখিক—সব ধাপেই সফলভাবে উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক চূড়ান্তভাবে বিদেশ সফরের জন্য নির্বাচিত হন। বিষয়টি ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনসিসি সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

নিজের অনুভূতি প্রকাশ করে আবু বকর সিদ্দিক বলেন,“এই সফরটি আমার বিএনসিসি জীবনের অন্যতম বড় অর্জন। আমার এই সাফল্যের পেছনে আমার শিক্ষকবৃন্দ এবং বিএনসিসির সিনিয়রদের অবদান অপরিসীম। আমি আশা করি, আমাদের প্লাটুনের জুনিয়র ক্যাডেটরাও ভবিষ্যতে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ সফরের সুযোগ পাবে এবং এই ধারাবাহিকতা বজায় রাখবে।”

প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) বলেন,“এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এর আগেও আমাদের ক্যাডেটরা দিল্লি, মালদ্বীপ ও নেপালসহ বিভিন্ন দেশে সফর করেছে। আমরা আশা করি, ভবিষ্যতে আমাদের ক্যাডেটরা আরও বড় সাফল্য অর্জন করবে।”

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোছাঃ শামসুন্নাহার (পিইউও) বলেন, “নিজ বিভাগের শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিকের বিদেশ সফরের জন্য নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্ব ও আনন্দের। এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানজনক। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা তার নেতৃত্বগুণ ও দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে।”

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট শাহিন ইয়াসার বলেন,“বিএনসিসি শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কাজ করে। আবু বকর সিদ্দিকের এই অর্জনে আমরা সবাই গর্বিত। তার জন্য প্লাটুনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”

উল্লেখ্য, আবু বকর সিদ্দিক এর আগে নভেম্বর মাসে মালদ্বীপ সফরের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। এ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে মোট আটজন ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ সফরে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *