মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
আজ ১৪ ডিসেম্বর/২৫ রবিবার নেত্রকোনার মোহনগঞ্জে বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় জামায়াত নেতাদের উপস্হিতির কারনে মুক্তিযাদ্ধাগণ অনুস্টান বয়কট করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পৌর অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবি অনুস্টানে জামাতে ইসলামের নেতারা উপস্হিত হওয়ায় মোহনগন্জের মুক্তিযাদ্ধাগন অনুস্টান বয়কট করে চলে যান।পরে মুক্তিযাদ্ধা অফিসে জরুরি সংবাদ সম্মেলন ঢেকে সংসদ কমান্ডের নেতারা বলেন, যারা বুদ্ধিজীবিদের হত্যা করেছে তাদেরকে নিয়ে এ দিবস পালন করা যায় না। এ বিষয়ে কোন আপোষ করা যায় না।
তারা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলাম জামাতকে অনুস্টানে না রাখার জন্য কিন্তু তিনি শুনেন নি। তাই আমরা এ অনুস্টান প্রতিবাদ স্বরুপ বর্জন করেছি।
এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন সরকারি নির্দেশ মোতাবেক জামাত নেতাদের দাওয়াত করা হয়েছে।



