সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণকারীকে গ্রেফতার করতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক’র নির্দেশে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা, লাফার্জ,বাংলাবাজার,লুভিয়া বিজিবি ক্যাম্পসহ ৪৮ বিজিবির অধিনস্থ প্রতিটা বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
শুক্রবার রাত ১২ টা থেকে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অধিনায়ক’র নির্দেশে বিজিবির সকল ক্যাম্পে সীমান্ত টহল তৎপরতা ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়।
বিজিবি আরো জানায়, সুটার ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করতে সীমান্ত এলাকার সকল নাগরিকদের সজাগ থাকতে হবে এবং অভিযুক্তকে গ্রেফতারে বিজিবিকে সহযোগিতার আহবান জানান।



