রবিউল হোসাইন সবুজ: অদ্য তাং ২২শে নভেম্বর ২০২৫ইং যশোর পৌরসভা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় প্রতিনিধি সভার সভাপতি, মাসুদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নূরে আলম মানিক, সাধারণ সম্পাদক সাবেরা মুন্নি, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, অর্থ বিষয়ক সম্পাদক নাদিমুল হক, ঢাকা বিভাগের সভাপতি জাকির হোসেন, বরিশাল বিভাগের সভাপতি আবু হানিফ,সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, এছাড়াও খুলনা বিভাগের অন্তর্গত সকল পৌরসভার কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিতিতে প্রতিনিধি সভা।
সম্পন্ন হয়েছে। যশোর পৌরসভার মনিরুল ইসলাম কে সভাপতি, মেহেরপুর পৌরসভার সানোয়ার কে সাধারণ সম্পাদক এবং নড়াইল পৌরসভার কাজী রফিক কে সাংগঠনিক সম্পাদক করে খুলনা বিভাগীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি একেএম নুরুজ্জামান বলেন নেতৃবৃন্দের জন্য শুভকামনা রইল। অচিরেই ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌর কর্মচারী ফেডারেশন কে আরো গতিশিল করার জন্য আহ্বান জানান।



