Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়ন জমা দিলে স্থায়ী বহিষ্কার করবে ছাত্রদল : হিমেল

নভেম্বর ১৮, ২০২৫

দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়ন জমা দিলে স্থায়ী বহিষ্কার করবে ছাত্রদল : হিমেল।

দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়ন জমা দিলে স্থায়ী বহিষ্কার করবে ছাত্রদল : হিমেল।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেলের বাই ছাত্রদলের মনোনয়ন গ্রহণ করা কোন কর্মী মনোনয়ন জমা দিলে তাকে স্থায়ী বহিষ্কার করবে ছাত্রদল বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

গাতকাল ১৭ই নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় কেন্দ্রীয় সাংসদ সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ঘোষিত হয় বহুল আলোচিত ছাত্রদল সমর্থিত জকসু প্যানেল।

প্যানেল ঘোষণার পর থেকেই শুরু হয় নানা গুঞ্জন, আলোচনা, সমালোচনা। প্যানেলে স্থান না পাওয়া বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তনের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে এবং মনোনয়ন তুলে বিদ্রোহী প্রার্থীতা করার কথা জানান।

এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নিবেদিত প্রাণ ও বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ আহমেদ বলেন, আমি ছাত্রদল করে আজ রাজনীতি থেকে মাইনাস হয়েছি তাদের কারণে যারা কিছুদিন আগে দলের সমালোচনা করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহে সবসময় দলীয় সিদ্ধান্তকে সম্মান করে মিছিল, মিটিং অবরোধে অংশ নিয়েছি আর আজ আমরা কি মর্যাদা পেলাম। হয় আমাদের দলীয় পরিচয় দিন নয়তে জকসু প্যানেলে অন্তর্ভুক্ত করুন।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরও কিছু নেতাকর্মীকে মনোনয়ন গ্রহণ করতে দেখা যায়।

মনোনয়ন গ্রহণ ও বিদ্রোহী “জাগ্রত জবিয়ান” প্যানেলে জিএস প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরিবর্তন চায় যোগ্য নেতৃত্ব চায়। বাইরে থেকে এনে নেতৃত্ব চাপিয়ে দিলে তা ছাত্রসমাজ কখনোই গ্রহণ করবে না। আমরা এমন একটি প্যানেল দিতে চাই, যা সত্যিকারের জবিয়ান ও সংগঠনের ভিতর থেকে উঠে আসা ছাত্রনেতাদের প্রতিনিধিত্ব করবে।

তবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বিশেষ সর্তক বার্তায় বলেন, জরুরি ভিত্তিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,দেশনায়ক তারেক রহমানের নির্দেশ কেন্দ্রীয় সংসদ জানিয়েছেন, যারা দলের কর্মী আছেন, ফরম তুলেছেন কেউ জমা দিয়েন না প্যানেল এর বাহিরে।

সবার আগে দলীয় সিদ্ধান্ত, এটা দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক প্যানেল ঘোষণা করেছেন।

মান অভিমান যা আছে আমাকে ব্যাক্তিগত ভাবে রাগ জানান,প্লিজ কেউ কোন ফরম জমা দিয়েন না,দল থেকে স্থায়ী বহিষ্কার হয়ে যাবেন।

সারাজীবন বিএনপি করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *