Shopping cart

রংপুরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা অভিযানে গ্রেপ্তার ১

নভেম্বর ১২, ২০২৫

রংপুরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা অভিযানে গ্রেপ্তার ১

রংপুরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা অভিযানে গ্রেপ্তার ১

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় সামরিক বাহিনীর সদস্য পরিচয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাজমুল হাসান ওরফে জিম (২৪)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার অভিরাম (নামা দোলা) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলাম।

র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে পীরগাছার অভিরাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি ও অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অনলাইনে প্রতারণার এই ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাদীর দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ও তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার কেনাবেচার প্রলোভন দেখায়। তারা অনলাইনে ভিডিও কলে সামরিক বাহিনীর পোশাক পরে বাদীর সঙ্গে কথা বলে বিশ্বাস অর্জন করে এবং অল্প মূল্যে জমির শেয়ার দেওয়ার কথা বলে *১৭ লাখ ২৬ হাজার টাকা* হাতিয়ে নেয়।

পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয়। অনুসন্ধানে জানা যায়, আসামিরা প্রকৃতপক্ষে কোনো বাহিনীর সদস্য নয়, তারা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। এ ঘটনায় বাদী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা করেন (নং–০৩/১৭৭, তারিখ–০৭/১১/২০২৫, ধারা–১৭০/১৭১/৪০৬/৪১৮/৪২০/৫০৬/৩৪ দণ্ডবিধি ১৮৬০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান স্বীকার করেছেন যে তিনি সেনা ও নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা করতেন। কখনও নিজেকে নারী সেনা সদস্য পরিচয় দিয়ে নারীর বেশ ধারণ করে ভিডিও কলে কথা বলতেন এবং নারীর কণ্ঠ নকল করে প্রতারণা করতেন। তিনি নানা সময় নারী কেলেঙ্কারির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

অভিযানের সময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে সেনা ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, পাঁচটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন, মেয়েদের পরচুলা ও মেকআপ সেট**সহ বেশ কিছু আলামত উদ্ধার করে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অনুরূপ প্রতারণা চক্রের বিরুদ্ধে র‌্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *