দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বর্নিল সুসজ্জিত আয়োজনে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঘিলাছড়া স্কুল ও কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঘিলাছড়া স্কুল ও কলেজ মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সমাজ সেবক আলতাফুর রহমান খসরু,দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিলাছড়া স্কুল ও কলেজের গভনিংবডির সভাপতি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শহীদ।
শিক্ষক এম সুরমান আলী সুমন ও তানভীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব আতাউর রহমান, হাফিজুল ইসলাম জুয়েল, আল মদিনা একাডেমি পরিচালক রফিকুর রহমান, নরসিংপুর সরকারি প্রাঃবিদ্যাঃ প্রধান শিক্ষক আফিয়া বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রউফ, নুর আলী ইমরান,খলিলুর রহমান,আবিদ রনি, ফখরুল ইসলাম, রশিদ আহমদ, মুহিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল আহমদ এবং ঘিলাছড়া স্কুল ও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
