Shopping cart

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

অক্টোবর ৩০, ২০২৫

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ।

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের মাঝে ছাগলের খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরা।

জানা গেছে, “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়” উপজেলার দুটি ইউনিয়নের ২০০ জন সুফলভোগীর মাঝে ২৫ কেজির এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।

এর আগে একই প্রকল্পের আওতায় গত ১৩ অক্টোবর ২০০ জন সুফলভোগীর মাঝে মোট ৪০০টি ছাগল (জনপ্রতি দুটি করে) বিতরণ করা হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, “অসহায় পরিবারগুলো যাতে তাদের পাওয়া ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করে ধীরে ধীরে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই খাদ্য বিতরণ করা হয়েছে।”

সরকারি এই সহায়তা পেয়ে সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *