Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • যুক্তরাজ্য প্রবাসী জসীম উদ্দিনের উদ্যোগে চরচৌলা স্কুলে ব্যাগ বিতরণ

যুক্তরাজ্য প্রবাসী জসীম উদ্দিনের উদ্যোগে চরচৌলা স্কুলে ব্যাগ বিতরণ

অক্টোবর ২৬, ২০২৫

যুক্তরাজ্য প্রবাসী জসীম উদ্দিনের উদ্যোগে চরচৌলা স্কুলে ব্যাগ বিতরণ।

যুক্তরাজ্য প্রবাসী জসীম উদ্দিনের উদ্যোগে চরচৌলা স্কুলে ব্যাগ বিতরণ।

মোঃ তাজিদুল ইসলাম: শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন লন্ডনপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক জসীম উদ্দিন। তাঁর অর্থায়নে চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই এর সভাপতিত্বে ও চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট বিডি’র সম্পাদক সিরাজ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। সমাজের সামর্থ্যবানদের উচিত দেশের শিক্ষা উন্নয়নে এগিয়ে আসা। প্রবাসী জসীম উদ্দিনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, মাওলানা নসীবুল হক নসীব, সাংবাদিক নুর মিয়া, সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ, সহকারী শিক্ষিকা ঝর্না বেগম, সমাজসেবক আব্দুর রহমান ও জয়নাল আবেদীন সহ আরও প্রমূখ।

বক্তারা বলেন, সমাজের দানশীল ব্যক্তিরা যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে তা শিক্ষার প্রসারে বড় ভূমিকা রাখবে। প্রবাসে থেকেও জসীম উদ্দিনের মতো মানুষরা দেশের শিক্ষাক্ষেত্রে কাজ করছেন- এটি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন এবং তাদের শিক্ষাজীবনে সফলতা কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, আমাদের গ্রামের অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র পরিবারের সন্তান। প্রবাসী জসীম উদ্দিন ভাইয়ের এই সহায়তা তাদের মনে নতুন উৎসাহ জোগাবে।

দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *