Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • কুবিতে যোবায়ের ও নাফিসার নেতৃত্বে ‘টিএসআই ফিউচার রিসার্চ কমিউনিটি’ গঠন

কুবিতে যোবায়ের ও নাফিসার নেতৃত্বে ‘টিএসআই ফিউচার রিসার্চ কমিউনিটি’ গঠন

অক্টোবর ২৪, ২০২৫

কুবিতে যোবায়ের ও নাফিসার নেতৃত্বে ‘টিএসআই ফিউচার রিসার্চ কমিউনিটি’ গঠন।

কুবিতে যোবায়ের ও নাফিসার নেতৃত্বে ‘টিএসআই ফিউচার রিসার্চ কমিউনিটি’ গঠন।

বুশরা আক্তার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে টিএসআই (Thousand Scholars Initiative) ফিউচার রিসার্চ কমিউনিটি। তরুণ গবেষকদের উদ্বুদ্ধ করা, শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ এবং গবেষণামুখী পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে এই কমিউনিটি যাত্রা শুরু করেছে।

টিএসআই হলো একটি জাতীয় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক, যা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের চর্চা বিস্তারে কাজ করছে। উদ্যোগটির প্রতিষ্ঠাতা ড. বদরুজ্জামান খোকন এবং সহকারী প্রতিষ্ঠাতা ড. মশিউর রহমান। তাঁদের দিকনির্দেশনায় দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে টিএসআই-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবগঠিত এই কমিউনিটির ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে নেতৃত্বে রয়েছেন  লোকপ্রশাসন বিভাগের মো. যোবায়ের হোসাইন এবং সহ ক্যাম্পাস রিপ্রেজেনটেটিভ একই বিভাগের নাফিসা তাবাসসুম।

আজ শুক্রবার (২৪ অক্টোবর)  ৯ জন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

উক্ত কমিটির ফাইন্যান্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের আশিকুল ইসলাম লগ্ন,রিসার্চ অ্যান্ড ইনোভেশন হিসেবে রয়েছেন একই বিভাগের মোরসালিন বেগম, ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে রয়েছে  শুভ চন্দ্র দাশ, আউটরিচ অ্যান্ড মেম্বারশিপ কো-অর্ডিনেটর হিসেবে রয়েছে অর্পিতা দত্ত ও হাজেরা আক্তার এবং মিডিয়া কো-অর্ডিনেটর রায়হান আহমেদ।

নতুন কমিউনিটি সম্পর্কে ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ যোবায়ের হোসাইন বলেন,’টিএসআই কুবি টিমের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করা এবং ভবিষ্যৎ গবেষক তৈরি করা। আমরা চাই কুবির শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, গবেষণা ও উদ্ভাবনেও দেশের নাম উজ্জ্বল করুক’।

সহ ক্যাম্পাস রিপ্রেজেনটেটিভ নাফিসা তাবাসসুম বলেন,’শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সঠিক দিকনির্দেশনা প্রদান করে তাদের উচ্চশিক্ষার পথকে সহজ করে তোলাই আমাদের টিমের প্রধান উদ্দেশ্য।আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে’।

কমিউনিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, ‘টিএসআই ফিউচার রিসার্চ কমিউনিটি’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা-অনুকূল পরিবেশ তৈরি করবে এবং শিক্ষার্থীদের নেতৃত্ব, দক্ষতা ও জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *