মোঃ তাজিদুল ইসলাম: সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও প্রসাধনী সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এএসআই তমাল সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে ঢাকামুখী এস.এ. পরিবহনের কাভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো অ-১৩-১০০২)-কে থামানোর সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে দেখা যায়, তাতে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চকলেট ও অন্যান্য পণ্য রয়েছে।
উপস্থিত সাক্ষীদের সামনে সম্পূর্ণ পণ্য যাচাই করে নিম্নলিখিত ভারতীয় সামগ্রী জব্দ করা হয় ক্র.পণ্যের নাম পরিমাণ আনুমানিক মূল্য (টাকা) KitKat ২ ফিংগার ৪,০০০ পিস × ১৫ টাকা ৬০,০০০, KitKat ৩ ফিংগার ৬,৫০০ পিস × ৩৫ টাকা ২,২৭,৫০০, KitKat ৪ ফিংগার ১,২০০ পিস × ৪৫ টাকা ৫৪,০০০, Polo ২০ বক্স × ২০০ টাকা ৪,০০০, Snickers ১,২৬০ পিস × ১৫ টাকা ১৮,৯০০, Patron Guardian of Taste ৫০ বক্স × ৩,০০০ টাকা ১,৫০,০০০, Skin Ahine ৫,৮০০ পিস × ৩০০ টাকা ১৭,৪০,০০০, Chupa Chups Belts (১২×৪৮) ৫,৭৬০ টাকা ৫,৭৬০ মোট আনুমানিক মূল্য: ২২,৬০,১৬০/- (বাইশ লক্ষ ষাট হাজার একশত ষাট টাকা মাত্র)।
অভিযানের সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তারা হলেন, আব্দুর রহিম (৪০), পিতা: মৃত বাচ্চু মিয়া, সাং: মহব্বতপুর, থানা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী। সৌরভ (১৯), পিতা: আইয়ুব আলী শেখ, সাং: কদমআলি মাতব্বর কান্দি, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর।
জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে সর্বদা সজাগ রয়েছে। আমরা এমন অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অবৈধভাবে আমদানি করা বিদেশি পণ্য দেশের বাজারে প্রবেশ রোধে হাইওয়ে পুলিশের এই অভিযান স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
