Shopping cart

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন

অক্টোবর ৯, ২০২৫

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন।

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন।

জবি করেসপন্ডেন্ট: “এক্সেস টু সার্ভিস: মেন্টাল হেল্থ ইন ক্যটাসট্রোফিস এন্ড ইমারজেন্সিস” প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবসকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, পিএইচডি, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মহসীন রেজা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনায় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মুহা: শহীদুল হক বলেন, ‘ব্যক্তি নিজের মানসিক স্বাস্থের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তার আশেপাশের মানুষগুলোর মানসিক স্বাস্থের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যহত হলে প্রাথমিক ভাবে পরিবারের সদস্য, শিক্ষকবৃন্দ ও বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

অধ্যাপক ড. মহসিন রেজা বলেন, ‘৭৫% কিশোর কিশোরী মেন্টাল ট্রোমায় ভোগে। কোন না কোনভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার কিংবা আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব এবং একে অপরের প্রতি সহমর্মিতার বাস্তব প্রকাশ।’

বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘প্রত্যেকে খুব সতর্কতার সাথে আচরন করতে হবে যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয়ে মানসিক স্বাস্থের হানি ঘটে।’

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছ বা ঢং করছে মনে করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশকে সমর্থনমুখী ও সহানুভূতিপূর্ণ করতে হবে।’

তিনি আরোও বলেন, ‘এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ অক্টোবর। এদিন শুক্রবার হওয়ায় আমরা ৯ অক্টোবর বৃহস্পতিবার এ দিনটি উৎযাপন করতেছি যাতে শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক কথাগুলো ছড়িয়ে দিতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *