মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ গতকাল সোমবার (৬ অক্টোবর )দিবাগত রাতে মোহনগঞ্জ থানার নিকটবর্তী স্থানে বসুন্ধরা মোড় এলাকায় নারায়ন পাল (৪৭)নামক জনৈক মোদী দোকানীকে নিজ দোকানের ভেতরে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নারায়ন পাল মোহনগঞ্জ পৌরসভার রাউত পাড়ার নিরু পালের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ৯টা থেকে সাড়ে ১০ঘটিকার সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত অনুমান ১১/১২ ঘটিকায় পাশের দোকানিরা নারায়নের দোকানে সাটার অর্ধ খোলা অবস্থায় দেখতে পেয়ে ঢেকে সাড়া না পাওয়ায় লোকজন জড়ো হয় এবং আনুমানিক ১৫০গজ দুরবর্তী থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে। এসময় মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম দোকানের ভেতরে ঢুকে নারায়ন পালের খুনের বিষয়টি নিশ্চিত করেন।ওসি আমিনুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত খুনের রহস্য উন্মোচন করা যায় নি।এরিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয় নি।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, খুনের রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতার করতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
নারায়নের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।তাদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তারা খুনিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃস্টান্তমুলক শাস্তি দাবি করেছে।
থানার নিকটবর্তী স্থানে এ হত্যাকান্ড সংঘটিত হওয়ায় এলাকাবাসী আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
