Shopping cart

মোহনগঞ্জে পুজা মন্ডপে হামলার ঘটনায় গ্রেফতার-১

অক্টোবর ৬, ২০২৫

মোহনগঞ্জে পুজা মন্ডপে হামলার ঘটনায় গ্রেফতার-১

মোহনগঞ্জে পুজা মন্ডপে হামলার ঘটনায় গ্রেফতার-১

মোঃ মিজানুর রহমান নন্দন মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় পূজামণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর( ২২) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে। গত শনিবার দিবাগত রাত ১১ ঘটিকায় পৌরশহরের উত্তর দৌলতপুর ব্যাংকার্স মোড় থেকে তাকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

গতকাল রবিবার সকালে নেত্রকোনা কোর্টে সোপর্দ করেছে বলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে গত বুধবার রাত ১ ঘটিকায় সময় উপজেলার খুরশিমুল গ্রামের দুর্গাপূজার পূজামন্ডপে নাচানাচি করে এতে পুজা উদযাপন কমিটি নিষেধ করলে কিছু যুবক হামলা চালিয়ে ৭ জনকে গুরুতর আহত করে।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আহত অমিত চন্দ্র দাস বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা করে।

ওসি আমিনুল ইসলাম জানান ঐদিন ঘটনাস্থল থেকে একটি নম্বর প্লেইটবিহীন মটর সাইকেল আটক করে। পরে সিসি টিভির পুটেজ দেখে অন্তরকে সনাক্ত করা হয়। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে নেত্রকোনা কোর্টে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *