দোয়ারাবাজার (সুনামগঞ্জ): জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন এলাকা দলে দলে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদের সামন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল উপজেলা মডেল মসজিদ,উপজেলা সমাজসেবা কার্যালয়,দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়, দোয়ারাবাজার থানা ও দোয়ারাবাজারের বিভিন্ন গলি পদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
বক্তারা বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। দেশে নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার পাঁয়তারা। যা এ দেশের মানুষ আর মেনে নেবে না।’
নেতাকর্মীরা মিছিলে মিছিলে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই যুদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান।
এসময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব খলিলুর রহমান, নায়েবে আমীর ডাঃ হারুন অর রশীদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, ডাঃ হারিস উদ্দিন, মাও সিরাজুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে হতে আগত কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।



