দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। তারা নির্বাচনের মাধ্যমে দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে চায়। জামায়াতে ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় ছাতক উপজেলা সদরের স্থানীয় আদর্শ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এ কথা বলেন।
আব্দুস সালাম আল মাদানী বলেন, দেশের জনগন ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ও অমুসলিমদের অধিকার সুনিশ্চিত করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, বৈষম্যহীন দেশ গঠন করা হবে। তিনি কেন্দ্র প্রতিনিধিদেরকে ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়া এবং তার সালাম পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান।
ছাতক উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী’র সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতে আমীর নোমান আহমদ,উপজেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ মনসুর আহমেদ, সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল ।
এতে দারসূল কোরআন পেশ করেন মাওলানা মুজিবুর রহমান।
এসময় সিলেট জালালাবাদ থানা জামায়াতের সহ:সেক্রেটারি উবায়দুল হক শাহিন, উপজেলা জামায়াতের সহ:সেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সেক্রেটারি এটিএম আবদুল তাহিদ, উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক বিল্লাল আহমেদ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়ন সভাপতি,
সুনামগঞ্জ-৫ আসনের ছাতক উপজেলার ভোটকেন্দ্রসমূহের আহবায়ক, সচিব ও অর্ধসহস্রাধিক প্রতিনিধি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রণ করেন।



