Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • অর্থনীতি বিভাগ ডিবেটিং সোসাইটির সভাপতি আনন, সেক্রেটারি জিদ্দান 

অর্থনীতি বিভাগ ডিবেটিং সোসাইটির সভাপতি আনন, সেক্রেটারি জিদ্দান 

সেপ্টেম্বর ১৭, ২০২৫

অর্থনীতি বিভাগ ডিবেটিং সোসাইটির সভাপতি আনন, সেক্রেটারি জিদ্দান ।

অর্থনীতি বিভাগ ডিবেটিং সোসাইটির সভাপতি আনন, সেক্রেটারি জিদ্দান ।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) অর্থনীতি বিভাগ ডিবেটিং সোসাইটির নতুন কমিটি অনুমোদন করেছে বিভাগীয় ডিবেটিং সোসাইটি।

বুধবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাবাস্সুম জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি প্রদান করা হয়।

এক বছরের জন্য প্রদানকৃত কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী আনন বিন রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন একই ব্যাচের মুহাইমিনূল হক জিদ্দান।

এ ছাড়াও কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম শোভন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোরশেদূর রহমান, সাংগঠনিক সম্পাদক আকিব, আলভি, সামিয়া।

নবনির্বাচিত সভাপতি আনন বিন রহমান বলেন, “ইকোনমিকস ডিবেটিং ক্লাব ” এর নতুন কমিটি প্রকাশিত হয়েছে। আমরা ইকোনমিকস ডিবেটিং ক্লাবের মডারেটর শ্রদ্ধেয় ড. তাবাসসুম জামান ম্যাম কে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবটির ২০২৫ এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদানের জন্য। আমি ইকোনমিকস ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে এটিকে একটি সক্রিয় জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। ক্লাবের পরবর্তী লক্ষ্য হবে যুক্তিভিত্তিক বিতর্কের মাধ্যমে অর্থনীতি ও সমাজ সম্পর্কে সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলা। যার ফলে সদস্য ও বিশেষ করে নবীনদের মধ্যে গবেষণা, দলগত কাজ ও নেতৃত্বদানের সক্ষমতা উন্নত করার সুযোগ সৃষ্টি করা হবে। ক্লাবকে শুধু একাডেমিক পরিসরে নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্র হিসেবেও এগিয়ে নিতে আমরা কাজ করব। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের লক্ষ্যকে বাস্তবে রূপ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *