Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজার সংলগ্ন সুরমা নদী যেন ময়লার ভাগাড়, বাড়ছে নদী দূষণ 

দোয়ারাবাজার সংলগ্ন সুরমা নদী যেন ময়লার ভাগাড়, বাড়ছে নদী দূষণ 

সেপ্টেম্বর ১৪, ২০২৫

দোয়ারাবাজার সংলগ্ন সুরমা নদী যেন ময়লার ভাগাড়, বাড়ছে নদী দূষণ। 

দোয়ারাবাজার সংলগ্ন সুরমা নদী যেন ময়লার ভাগাড়, বাড়ছে নদী দূষণ। 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে বাজারের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদী। বাজারের ময়লা-আবর্জনা ফেলে নদীটিকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। এতে দিন দিন নষ্ট হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশপাশের মানুষজন।

নদীদূষণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা। তাঁদের দাবি, এ অবস্থার কারণে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতা, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন। এ ছাড়া পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে নদী রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শনিবার ১৩ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, দোয়ারা বাজারের উত্তরে দোয়ারা-শরিফপুর সড়কের সেতুর দু’পাশে ময়লা-আবর্জনা বিশাল স্ত্তপ। দুর্গন্ধে সেখানে দাঁড়ানোও কষ্টকর। বাজারের কয়েক’শ দোকান, শতাধিক বসতবাড়ি ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা নিয়মিতভাবে নদীতে ফেলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে দোয়ারাবাজার এলাকার এক বাসিন্দা নয়া দিগন্তকে বলেন, বেশ কয়েক বছর ধরে দিনরাত যে যেভাবে পারছেন নদীর ব্রিজের দু-পাশে ময়লা-আবর্জনা ফেলছেন। বিশেষ করে বাজারের রেস্তোরাঁ ব্যবসায়ী, মুরগি, মাছ, মাংস ও তরকারি ব্যবসায়ীরা ময়লা বস্তায় ভরে নদীতে ফেলছেন। যখন পানি বেশি থাকে, তখন এসব ময়লা স্রোতে ভেসে যায়। পানি কম থাকলে বড় স্তুপ দেখা যায়। এতে দূর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। এসব দেখার যেন কেউ নেই।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী জানান, নদীর পাড় ঘেঁষে কয়েকটি বসতঘর আছে। এসব বাসিন্দারাও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ। এ ছাড়া নদী–সংলগ্ন মসজিদে নামাজ আদায় করতে গিয়ে দুর্গন্ধে দুর্ভোগ পোহান মুসল্লিরা।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আউয়াল নামে এক ব্যবসায়ী বলেন, ‘ব্যবসায়ীরা বাধ্য হয়ে নদীর পাড়ে ময়লা ফেলছেন। কারণ, বাজারের ময়লা ফেলার জন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিতে পারেনি স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন।’

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দোয়ারাবাজার উপজেলা কার্যালয়ের কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, নদীদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। বিষয়টি আগামী সভায় তোলা হবে।

নদীদূষণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ । বাজারের ময়লা অবর্জনা ফেলার নির্দিষ্ট একটা জায়গার ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন,দোয়ারাবাজারে নিয়মিত সক্রিয় কমিটি না থাকায় এমনটা হচ্ছে। বাজারে একটা কমিটি হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *