Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙ্গামাটি সদর উপজেলা কমিটি : সভাপতি রুপন বড়ুয়া সাধারণ সম্পাদক নিপন বড়ুয়া

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙ্গামাটি সদর উপজেলা কমিটি : সভাপতি রুপন বড়ুয়া সাধারণ সম্পাদক নিপন বড়ুয়া

সেপ্টেম্বর ১২, ২০২৫

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙ্গামাটি সদর উপজেলা কমিটি : সভাপতি রুপন বড়ুয়া সাধারণ সম্পাদক নিপন বড়ুয়া।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙ্গামাটি সদর উপজেলা কমিটি : সভাপতি রুপন বড়ুয়া সাধারণ সম্পাদক নিপন বড়ুয়া।

আহমদ বিলাল খান: বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যে অবসান চাই’ স্লোগান নিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতার এলাকায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতি ক্রমে ২৩ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর রাঙ্গামাটি সদর উপজেলা কমিটি : সভাপতি রুপন বড়ুয়া (আসামবস্তী), সহ সভাপতি শম্ভু বড়ুয়া (মাষ্টার কলোনী), সহ সভাপতি রিংকু বড়ুয়া (ব্রাহ্মণ টিলা), সাধারণ সম্পাদক নিপন বড়ুয়া (জেল রোড), সহ সাধারণ সম্পাদক দীপ্তমান বড়ুয়া (মাঝেরবস্তী), সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার বড়ুয়া লাভলু (মাষ্টার কলোনী), অর্থ সম্পাদক টিপু বড়ুয়া (কলেজ গেইট), যুব বিষয়ক সম্পাদক রনি বড়ুয়া (দেবাশীষ নগর), মহিলা বিষয়ক সম্পাদক মন্দিরা বড়ুয়া (আসামবস্তী), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হৃদয় বড়ুয়া (কালিন্দীপুর), ক্রীড়া বিষয়ক সম্পাদক উজ্জল বড়ুয়া (ওয়াপদা কলোনী), দপ্তর সম্পাদক সম্ভু বড়ুয়া (ঝুলিক্কা পাহাড়), সদস্য প্রকাশ বড়ুয়া (দেবাশীষ নগর), সদস্য দীলিপ বড়ুয়া (পুরাতন হাসপাতাল), রনি বড়ুয়া (রিজাভমূখ), সনজিত বড়ুয়া (চক্রপাড়া), বাসনা বড়ুয়া (আসামবস্তী), কাকলী বড়ুয়া (মাষ্টার কলোনী), কেকা বড়ুয়া (ফিসারী এলাকা), ঈশিতা বড়ুয়া (ভেদ ভেদী মুসলিম পাড়া), প্রকৌশলী ইন ডিপ্লোমা (সিভিল) মিথিলা বড়ুয়া (ফিসারী এলাকা), নেলী বড়ুয়া (আসামবস্তী) ও রাত্রি বড়ুয়া (আসামবস্তী) ।

এসসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া ও রাঙামাটি পৌর কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট রাঙামাটি সদর উপজেলা কমিটি ০৩ বছরের জন্য গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *