Shopping cart

  • Home
  • সারাদেশ
  • ডাকসু নির্বাচনে জয় উপলক্ষে দোয়ারাবাজারে শিবিরের দোয়া ও শহীদদের কবর জিয়ারত 

ডাকসু নির্বাচনে জয় উপলক্ষে দোয়ারাবাজারে শিবিরের দোয়া ও শহীদদের কবর জিয়ারত 

সেপ্টেম্বর ১১, ২০২৫

ডাকসু নির্বাচনে জয় উপলক্ষে দোয়ারাবাজারে শিবিরের দোয়া ও শহীদদের কবর জিয়ারত ।

ডাকসু নির্বাচনে জয় উপলক্ষে দোয়ারাবাজারে শিবিরের দোয়া ও শহীদদের কবর জিয়ারত ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জয় উপলক্ষে দুই  দিনব্যাপী কর্মসূচি’র অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজারে শহীদদের কবর জিয়ারত ও শুকরানা দোয়া মাহফিল সম্পন্ন করেছে ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় মহান মুক্তিযোদ্ধের ৫নং সাব-সেক্টর  দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা শহীদ মিনারে শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবির।

এর আগে বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শিবিরের নেতাকর্মীদের কর্তৃক শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) বাস্তবায়ন, শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎসহ দু’দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। এ নির্বাচনে যাঁরা বিভিন্ন প্যানেল থেকে ও স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে অর্পিত দায়িত্বের আমানত নির্বাচিত প্রতিনিধিদের যথাযথভাবে রক্ষা করার তাওফিক দান করুন, আমিন।’

এতে কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‍্যালি আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘রাব্বে কারিম, আমাদের সব তৎপরতা তাঁর দ্বীনের জন্য কবুল করুন, আমিন।’

দোয়ারাবাজার উপজেলা শিবিরের সভাপতি আজিজুর রহমানের নেতৃত্বে কবর জিয়ারত, পরবর্তী বাদ মাগরিব স্থানীয় বাংলাবাজারে শুকরানা দোয়া মাহফিল সম্পন্ন হয়।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শাখার ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *