মো. সিদ্দিকুর রহমান মান্না বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলা খাদ্য গুদাম ও কলাগাছিয়া ভূমিহীন আবাসন সংলগ্ন কলাগাছিয়া গ্রামের পূর্ব পার্শ্ববর্তী বিষখালী নদীর তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বামনা খাদ্য গুদামের সামনে নদীর পাড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত। মানববন্ধনে বক্তব্যে রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুররুর রব মুর্তাযা আহসান প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় বামনা উপজেলার একমাত্র খাদ্য গুদামটি বিষখালী নদীর তীরে অবস্থিত। এখানে ১২০০ থেকে ১৫০০ টন পর্যন্ত খাদ্য সামগ্রী মজুদ থাকে। নদী ভাঙ্গনের কারণে খাদ্য গুদামটি নদীগর্ভে বিলীন হলে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হবে এবং খাদ্য সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে। খাদ্য গুদামের পাশে সরকারের নির্মিত ভূমিহীন আবাসন প্রকল্পে শতাধিক হিন্দু-মুসলিম পরিবার বসবাস করছে। ভাঙ্গনের কারণে এসব পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। কলাগাছিয়া ও সংলগ্ন পূর্ব সফিপুর এলাকায় প্রায় ৭ হাজার ৩৬৫ জন মানুষ বসবাস করছে। বাঁধ ভাঙ্গনের কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাম্প্রতিক সময়ে বিষখালী নদীর প্রবল ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত বাঁধ রক্ষার কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত জরুরী বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্থানীয়রা জানান, নদী ভাঙ্গনের হুমকিতে এখন খাদ্য গুদাম, ভূমিহীন আবাসন এবং দুটি গ্রামের হাজারো মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।