Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জবি ছাত্রদল নেতার উদ্যোগে বেগম জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি

জবি ছাত্রদল নেতার উদ্যোগে বেগম জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি

সেপ্টেম্বর ৮, ২০২৫

জবি ছাত্রদল নেতার উদ্যোগেবেগম জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি।

জবি ছাত্রদল নেতার উদ্যোগেবেগম জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার ম্যুরাল পরিষ্কার কর্মসূচি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জবি ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় থাকা ধুলাবালি এবং ময়লায় ভরে থাকা ম্যুরালটি পানি ও কাপড় ব্যবহার করে পরিষ্কার করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেগম খালেদা জিয়ার নামাঙ্কিত একটি নামফলক পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। গতবছর স্বৈরাচার সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতে ম্যুরাল পুনঃস্থাপন করা হয়।

এ সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “দীর্ঘদিন ধরে ম্যুরালটি অপরিষ্কার অবস্থায় ছিল। ছাত্রদলের পক্ষ থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এটি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণে আরও যত্নশীল হবে। আমরা ছাত্রদল শুধু রাজনীতিই করি না, আমরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিও শ্রদ্ধাশীল।”

এ সময় জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *