Shopping cart

মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৫

মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু।

মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানায়, শিশু সৌরভ দেবনাথ  (১০) সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বিষধর সাপ তাকে কামড়ে দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।

সৌরভ  উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে  এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

সৌরভের পিতা সুভেন দেবনাথ বলেন, আমার ছেলেকে  প্রথমে ব্যাথা অনুভব করলে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দেখে, কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় সেখানে প্রাথমিক চিকিৎসার ৫ মিনিট পর আমার সৌরভ মৃত্যু বরন করে।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, আমার ভাতিজা খেলাধুলা করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপে কামড় শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে রেফার করে।যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বৃহস্পতিবার রাতে দায়িত্বে থাকা চিকিৎসক মনিকা পাল দাবি করেন এমন কোনো রোগীকে নিয়ে আসা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *