মোঃ সিদ্দিকুর রহমান মান্না বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা ২ সেপ্টেম্বর সকাল ১০টায় বামনা ডিটাচমেন্টে বরগুনা কন্টিনজেন্ট কর্মরত সামসুল কবির এসসিপিও (এক্স) এর নেতৃত্বে একটি সেকশন সিভিল মাহেন্দ্র যোগে রুটিন টহল চলাকালীন অবস্থায় গোপন সংবাদের ভিক্তিতে ছোট ভাইজোড়া গ্রামের ছগির হাওলাদারের পুত্র মো. রিয়ান হাওলাদার (৩৫)কে ছোট ভাইজোড়া হাওলাদার বাড়ি হতে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে উক্ত ছোট ভাইজোড়া রিয়ান হাওলাদারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
রিয়ান হাওলাদার অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ডাকাতি এবং সন্ত্রাসী কাজের সাথে জড়িত ছিল বলে জানা যায়।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলায় কর্মরত এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান জানান, রিয়ানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানা ১৮/২০২৫ একটি মামলা আছে।
এ ব্যাপারে বামনা উপজেলায়র কর্মরত এসআই (নিরস্ত্র) চন্দন দে জানান ৩ টি ওরেন্টভুক্ত, ১ টি এজাহার ভুক্ত ও ২ টি তদন্ত প্রাপ্তসহ মোট ১০ টি মামলা রিয়ানের বিরুদ্ধে আছে।
আটককৃত ব্যক্তিকে ডেটাচমেন্টে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এবং বামনা থানা পুলিশের নিকট আইনী প্রক্রিয়া সম্পন্নের জন্য হস্তান্তর করা হয়।
বামনা থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর-রশিদ হাওলাদার জানান রিয়ানের বিরুদ্ধে বামনা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা আছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির মামলা প্রক্রিয়াধীন আছে।
