Shopping cart

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন 

আগস্ট ১০, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন।

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন হত্যাকারিদের ফাঁসি এবং সাংবাদিক আনোয়ার হোসেনের উপর আক্রমনকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দোয়ারাবাজার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

শনিবার (৯ আগস্ট) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে উপজেলার বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এই সংবাদ সম্মেলন করে।

এর আগে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে। পরে ময়নাতদন্তের পর গাজীপুরে প্রথম জানাযা শেষে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হয়।

এছাড়াও এর আগের দিন, গাজীপুর নগরীর সাহাপাড়া এলাকায় চাঁদাবাজির ভিডিও ধারনের জেরে মারধরে গুরুতর আহত সাংবাদিক আনোয়ার হোসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনকারী গণমাধ্যমকর্মীরা।

জানা যায়, বুধবার পৃথক আরেক ঘটনায় গাজীপুর নগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার সাংবাদিক আনোয়ার হোসেন। তাকে বেধড়ক মারধর করে গুরুত্বর আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সংবাদ পাঠ করেন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন। এসময় উপজেলা প্রেসক্লাবের যুগ্মআহ্বায়ক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ মোতালিব ভূইয়া, সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো.মামুন মুন্সি, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি সানুর ওয়াদুদ সাগর,দৈনিক বিজয়ের কন্ঠ’র প্রতিনিধি ইসমাঈল হোসাইন,

দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আক্তার হোসেন সুমন,দৈনিক সংগ্রাম প্রতিদিনের মাসুদ রানা সোহাগ, সকালের শিরোনাম’র শাহ আলম উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকার পাশের শহর গাজীপুরে এক দিনের ব্যবধানে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা আলোচনা তৈরি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এসব কান্ডে।বেশ হতাশ করেছে গণমাধ্যমকর্মীদের।

এতে দোয়ারাবাজার উপজেলার সাংবাদিকরা তুহিন হত্যাকারীদের ফাঁসি কার্যকর করার দাবি জানান এবং সাংবাদিক আনোয়ার হোসেন’র উপর আক্রমনকারীদের গ্রেফতারসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রশাসৈনিক তৎপরতা বাড়ানোর দাবি জানান। সাংবাদিকরা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত ও আনোয়ারের উপর আক্রমনে জড়িতের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত না করলে কঠিন আন্দোলনের আল্টিমেটাম দেন সংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *