বিজয় চৌধুরী (বিশেষ প্রতিনিধি): রাজধানীর ডেমরা থানাধীন বামৈল এলাকায় র্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। অভিযানে গ্রেফতার হয়েছেন একজন পেশাদার নারী মাদক ব্যবসায়ী, যার কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যমানের ৪৬.৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা।
র্যাব সূত্র জানায়, ৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস দল অভিযান চালায় ডেমরার বামৈল এলাকায় একটি নির্দিষ্ট বাড়িতে। সেখান থেকেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা এবং মাদক ব্যবসায়ী নারীকে।
গ্রেফতারকৃত নারীর নাম শিল্পী আক্তার (৩৮)। তার স্বামীর নাম শেখ মোঃ কবির। তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাবিয়া রামপুর গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, শিল্পী আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
অভিযানের সময় তার কাছ থেকে জব্দ করা হয়: আনুমানিক ৪৬.৫ কেজি গাঁজা নগদ ২,০০,০০০/- টাকা, যা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
র্যাবের কর্মকর্তারা জানান, এই নারীর নেতৃত্বে একটি মাদকচক্র গড়ে উঠেছিল, যারা রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে গাঁজা সরবরাহ করে আসছিল। তার গ্রেফতার হওয়ায় ওই চক্রের একটি বড় অংশ ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর এমন অভিযান রাজধানীতে মাদক নির্মূলে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: র্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তি