Shopping cart

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজন “তারুণ্যের উৎসব-২০২৫

আগস্ট ৭, ২০২৫

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজন “তারুণ্যের উৎসব-২০২৫

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজন “তারুণ্যের উৎসব-২০২৫

বিজয় চৌধুরী (বিশেষ প্রতিনিধি): অপরাধমূলক কর্মকাণ্ড বিরোধী আলোচনা সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।

বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে ভোলায় অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অপরাধবিরোধী আলোচনা সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম। তরুণ সমাজকে অপরাধমুক্ত, সচেতন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই মহতী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, তরুণ প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকদের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে উপস্থিত বক্তারা মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান, মানবপাচার এবং অনলাইন জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন।

কোস্ট গার্ড কর্মকর্তারা বলেন, “বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা। আমরা চাই, তরুণ প্রজন্ম যেন দেশপ্রেম, নৈতিকতা এবং মানবিকতা নিয়ে বেড়ে ওঠে।”

অনুষ্ঠানের অংশ হিসেবে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, পোস্টার বিতরণ, প্রশ্নোত্তর পর্ব ও ছোট নাটিকা উপস্থাপন করা হয়, যার মাধ্যমে তরুণদের মাঝে অপরাধবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন গড়ার পথে এগিয়ে যাবে—এমনটিই প্রত্যাশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *