মোঃ বিজয় চৌধুরী (বিশেষ প্রতিনিধি): বিশেষায়িত সামরিক প্রশিক্ষণে অংশ নেয় US Navy SEAL ও বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিট।
বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত বাহিনী SWADS (Special Warfare Diving and Salvage Command)-এর তত্ত্বাবধানে যৌথ সামরিক মহড়া ‘JOINT COMBINED EXERCISE TRAINING (JCET) FLASH BENGAL 25-1’ (পর্ব: টাইগার শার্ক-৪১) সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৭ দিনব্যাপী এই মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত Navy SEAL Team, বাংলাদেশের নৌবাহিনীর SWADS সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন। পুরো প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান মহড়ার সমাপনী দিনে চট্টগ্রামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন। এছাড়াও, চট্টগ্রাম নৌ অঞ্চল এর কমান্ডারসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মূল দিক এই মহড়ায় স্পেশাল ফোর্স সদস্যদের বিভিন্ন আধুনিক কৌশলগত যুদ্ধবিদ্যা, নৌ-অপারেশন, স্নাইপিং, ঘনবসতিপূর্ণ এলাকায় অপারেশন, র্যাপিড রেসপন্স, হোস্টেজ রেসকিউ ইত্যাদি বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে বাস্তব যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিচালিত হয় নানা ধরণের সিমুলেশন এক্সারসাইজ।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতার প্রতিচ্ছবি প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া JCET FLASH BENGAL দুই দেশের মধ্যে সামরিক পারস্পরিকতা, আস্থা, ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করেছে। এই মহড়ার মাধ্যমে উভয় দেশের বাহিনী অভিজ্ঞতা বিনিময়, কৌশলগত সমন্বয় এবং আন্তঃবাহিনী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ নৌবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে, ভবিষ্যতেও এমন যৌথ মহড়াগুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে অব্যাহত থাকবে।