নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে জুলাই (শনিবার) বিকেল ৩টায় বিএনপির দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন. উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইছার হামিদ মনিরের সঞ্চালনায় শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন.. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফি মেম্বার, এনামুল করিম চৌধুরী, আকতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন উপজেলা বিএনপির নেতা নুরুল আলম পুতু, বজল আহমদ, নাছির হায়দার, নুরুল আবছার, ফিরোজ মেম্বার, মাস্টার কবির আহমদ, মোঃ আলী, কলি সিকদার, মোঃ রফিক, নুরুল হুদা মেম্বার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুস সামাদ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোঃ আরাফাত হোসেন, মোঃ কাশেম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবছার হায়দার মুন্না, উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি মোঃ সোহেল, উপজেলা ছাত্রদল নেতা খোরশেদ আলম’সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
নেতারা জানান, বিগত ১৫/১৬ টি বছর গণতন্ত্রকে কবর দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা, অপকর্মে লিপ্ত ছিলেন এবং সাধারণ মানুষকে নিপীড়ন করেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না। শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, পরিচ্ছন্ন (ক্লিন ইমেজের) ও বিএনপিকে হৃদয় থেকে ভালোবাসেন এমন ব্যক্তিরাই আমাদের দলের নতুন সদস্য হতে পারবেন। দলকে শক্তিশালী করতে শৃঙ্খলা ও আদর্শের কোনো বিকল্প নেই।” বিএনপিকে তৃণমূলে আরও সুসংগঠিত করতে এই সদস্য নবায়ন ও অন্তর্ভুক্তির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।