স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল পরিচালনার মতোই এখন জামায়াতের সক্ষমতা রয়েছে দেশ পরিচালনারও।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জামায়াতের রাজনীতি মানবতা ও জনগণের কল্যাণের জন্য। আমাদের নেতারা বেগমপাড়া কিংবা পিসিপাড়ায় টাকা পাচার করে নিরাপদ আশ্রয় গড়েনি। বরং জনতার সঙ্গে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছে।”
গত ৫৪ বছরে দেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ইসলাম ও দেশপ্রেমিক শক্তিগুলোর সঙ্গে একসঙ্গে পথ চলতে চাই। গত ১৫ বছরে এই দেশে বিচারের নামে যে প্রহসন চলছে, তা বন্ধ হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, জামায়াত বিচারহীনতা নয়, প্রকৃত ন্যায়বিচারের সমাজ গঠনে বিশ্বাস করে।