নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ: সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে দিনব্যাপী নানান কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাবারড্রাম, নোয়াকুট ও ছনবাড়ী বাজার এলাকায় গণসংযোগ এবং মোটরসাইকেল শোডাউন । বাদ আছর ছাতক-দোয়ারা দুই উপজেলার মধ্যস্থল ইছামতী বাজারে জনশক্তি সমাবেশে যোগদান ও বাদ মাগরিব দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে পথসভা পরবর্তী সমাবেশে যোগদান করেন।
উক্ত নির্বাচনী কর্মসূচীতে বক্তব্যে অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী বলেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে ছাতক-দোয়ারার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করব।
আমাদের সাথে দেখা করতে সিরিয়াল দরতে হবেনা। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে অব্যস্থ। আমাদের কাছে উন্নয়নের জন্য সহযোগিতা চাইতে হবেনা। আমরা এলাকায় এলাকায় হেটে হেটে উন্নয়নের জন্য কাজ করব। প্রয়োজনীয় উন্নয়ন বাস্তবায়ন করব। ছাতক-দোয়ারার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের নিরলস ভাবে কাজ করব। মানুষকে সাথে নিয়েই তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।
জামায়াত নেতা সালাম মাদানীর নির্বাচনী প্রচারনা আর ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিতে সাড়া পড়েছে ছাতক-দোয়ারার ভোটারদের মনে। এমন প্রতিশ্রুতি আর যোগ্য প্রার্থীকে কাছে পেয়ে ভোটারদের মনেও বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ভোটাররা বলছেন অতিথে মানুষ অনেক দলের শাসনামল দেগেছেন। তারা আশা দিয়ে দিয়ে মানুষ অর্থ সম্পদ লুটেপুটে খেয়েছে। মানুষের অধিকার কেরে নিয়েছে। মানুষের নিরাপত্তা দিতে পারেনি। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। তাই এবার মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিয়ে সংসদে বসাতে চায়। মানুষ চায় এবার পরিবর্তন হৌক। আর ইসলামি দল ক্ষমতায় আসুক।
এমপি পদপ্রার্থী সালাম মাদানী ছাড়া উপরোক্ত কর্মসূচীগুলোতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহিন,ছাতক উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাও সালাউদ্দিন, ছাতক উপজেলা জামায়াত নেতা মো: আব্দুল হাই আজাদ, নাজমুল হক,ইলিয়াস হোসাইন, সাবেক ছাত্রনেতা আলিমুর রহমান, অ্যাড: আলম উদ্দিন, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান, ছাতক উপজেলা জামায়াত নেতা ডাঃ চমক আলী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন’র সেক্রেটারি আল আমিন,ইসলামি যুবমজলিস ছাতক উপজেলার সেক্রেটারি মাও আনোয়ার হোসেন।
ছাতক উপজেলা জামায়াত নেতা হাজ্বী কলমদর আলী’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হোসাইন আহমদ ও আব্দুল আলিম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়নের ৩ নং জামায়াতের সভাপতি আলী হোসেন, নরসিংপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সাবেক সভাপতি শফিকুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, মাও সুলতান মাহমুদ, মাও আফতাব উদ্দিন, হাফেজ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাও উমর ফারুক, ছাত্রনেতা আফফান বীন সিরাজ, জাফর ইকবাল মুন্না প্রমুখ