মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রিফাতুল হাসান (১৩) কে মাদ্রাসা যাওয়ার পথে গত রোববার সকালে অপহরণ করে নিয়ে যায়। পরে ৯ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এঘটনায় ময়মনসিংহ RAB দুইজন অপরহনকারী কে গ্রেফতার করে।
রিফাত তেঁতুলিয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। এ তথ্য মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে প্রকাশ, রিফাত প্রথমে ১৭ জুন ময়মনসিংহ রেল স্টেশন থেকে অপহৃত হয় এবং ২০ জুন ময়মনসিংহ থেকে ৫০০০/ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করে তার বাবা। কিন্তু এঘটনা পুলিশ কে জানান নি।
অপহরণ কারী নাইম(২৩) ও ওলিউল্লাহ (৩৫) গত ২৫ জুন মোহনগঞ্জ পৌর এলাকা থেকে মাদ্রাসা যাওয়ার পথে পুনরায় অপহরণ করে জোরপূর্বক অজ্ঞান করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ঐদিন রাতে রিফাতের মা কে অপহরণ কারী গন জানায় ২৯ জুন ময়মনসিংহের শম্ভুগন্জ ব্রীজে ৯ লক্ষ টাকা নিয়ে গেলে ছেলেকে ফেরত দিবে।
এবিষয়ে ময়মনসিংহ RAB কে জানালে তারা দুই অপহরণ কারী কে গ্রেফতার করে এবং অপহৃত রিফাতকে উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশে হস্তান্তর করেন।
অপহরণ কারী নাঈম ও ওলিউল্লাহ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা।
আজ সকালে মোহনগঞ্জ থানা পুলিশ আসামীদের কোর্টে প্রেরন করেছে।
রিফাতের মা শিল্পী আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।