Shopping cart

পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে বাঘা উপজেলা কৃষকদের স্মারক লিপি প্রদান

জানুয়ারি ২, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ বর্তমানে নতুন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কৃষকরা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। কিন্তু ব্যবসায়ীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় ন্যায্য দাম না পেয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাঘা উপজেলা পেঁয়াজ চাষিরা। মৌসুমের এই সময়ে পেঁয়াজের আমদানি বন্ধ করার দাবি তুলেছেন তারা।

বৃহষ্প‍্রতিবার(২ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার,রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী জেলা কৃষি বিপনন অধিদপ্তর,বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন স্থানীয় কৃষকরা।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, এই বৎসর বাঘা উপজেলায় প্রায় ১৮৪০ হেক্টর জমিতে মুড়িকাঁটা পিঁয়াজ চাষ হয়েছে। এবারে মুড়ি কাটা পেঁয়াজের বীজ অনেক উচ্চ মূল্যে কৃষকেরা ক্রয় করে জমিতে বপন করে। যার ফলে প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন খরচ হয় প্রায় ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার থেকে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা খরচ হয়। প্রাকৃতিক দুর্যোগের কারনে পেঁয়াজ বিঘা প্রতি পিয়াজের উৎপাদন ৪০ থেকে ৬০ মন হচ্ছে। যার বর্তমান বাজার মূল্য ৫৫ থেকে ৮০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে কৃষকের লোকসান হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। পেঁয়াজ উত্তোলনের একটা ভরা মৌসুম। কিন্তু পরিতাপের বিষয় এই যে বিদেশ থেকে এখনও পেঁয়াজ আমদানি হওয়ার কারনে কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এখনই যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হয় তাহলে কৃষকরা বিরাট লোকসানের হাত থেকে রক্ষা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম ছানা,আসাদুল ইসলাম,ফজলুল হক,মিজানুর রহমান,বিদ‍্যুৎ,পলান,মিল্টন,আঃরহমান,সাইফুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *