আহমদ বিলাল খান: পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার পাঁচটি ইউপিতে আটারকছড়া ইউনিয়ন, মাইনীমুখ ইউনিয়ন, লংগদু সদর ইউনিয়ন, ভাসান্যাদম ইউনিয়ন ও গুলশাখালী ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কমিটি ঘোষণা করা হয়। এসময়ে পিসিসিপি’র প্রত্যেকটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের হাতে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ হতে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পিসিসিপি লংগদু উপজেলা শাখার সভাপতি সুমন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দিন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পিসিসিপি লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা প্রমুখ।
পিসিসিপি’র নেতৃবৃন্দ বলেন, বাঙালিরা আজ পদে পদে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মৌলিক অধিকার হারা ৪০ হাজার বাঙালিকে গুচ্ছগ্রামে বন্দি রেখে মানবতর জীবন-যাপন এবং ওদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। পিছিয়ে পড়া হিসেবে শুধু উপজাতিদের একটি অংশ সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাঙালিরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সর্বক্ষেত্রে আজ বৈষ্যমের শিকার হচ্ছে। তাই অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বিকল্প নেই।
পাহাড়ে আজ বাঙালি শিক্ষার্থীরা পদে পদে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, মৌলিক অধিকার হারা। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ পাহাড়ের বাঙালিরাও বর্তমানে উপজাতিদের থেকে আরো বেশী পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু পাহাড়ের বাঙালি ছাত্রছাত্রীদের প্রতি কারো নজর নেই। তাই জনসংখ্যা অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালি ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
এই কমিটি গঠনের মাধ্যমে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে পিসিসিপির কার্যক্রম আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
পিসিসিপি লংগদু উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের মূল উদ্দেশ্য হল, লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনের কার্যক্রম প্রসারিত করা এবং স্থানীয় জনগণের জন্য কাজ করা। এই কমিটি স্থানীয় সমস্যা সমাধানে এবং পাহাড়ে বাঙালিদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটি এর আগে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।
পিসিসিপি লংগদু উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।