Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের জাতীয় পর্যায়ে বিভাগীয় শ্রেষ্ঠ

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের জাতীয় পর্যায়ে বিভাগীয় শ্রেষ্ঠ

জানুয়ারি ১৩, ২০২৬

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের জাতীয় পর্যায়ে বিভাগীয় শ্রেষ্ঠ।

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের জাতীয় পর্যায়ে বিভাগীয় শ্রেষ্ঠ।

মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের কর্ম মুল্যায়নে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় পর্যায়ে অটোমেটেড ভুমি ব্যবস্হাপনা ও নাগরিকদের ভুমি সেবা প্রদান কার্যক্রম মুল্যায়নে সহকারি কমিশনার (ভুমি) ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) এম এ কাদের।

ভুমি সেবায় সততা,দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ জাতীয় পর্যায়ে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

এবিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনাব এম এ কাদের বলেন, কর্মজীবনের শুরুতেই এ ধরনের স্বীকৃতি ও সম্মাননা পাওয়া আমার জন্য গর্বের ও আনন্দের।

এ সম্মাননা আমার কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে।

তিনি আরো বলে এ অর্জনের পিছনে আমার উর্ধতন কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা অনস্বীকার্য।

তিনি আরো বলেন, এ কৃতিত্ব মোহনগঞ্জবাসীর।আমি সেরা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করিনি। আমি সর্বদা চেস্টা করেছি সেবাপ্রার্থীদের দ্রুত সহজ ও নিরবিচ্ছিন্ন ভূমি সেবা প্রদানের।তাদের দোয়া ও সহযোগিতাই আমাকে এ পর্যায়ে পৌঁছে দিয়েছে।

মোহনগঞ্জ বাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ভবিষ্যতে আরো স্বচ্ছতার সাথে উন্নত ও আধুনিক সেবা প্রদান করতে প্রতিজ্ঞ।

মোহনগঞ্জবাসী তাঁর এ সাফল্যে গর্বিত ও আনন্দিত।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন ও মোহনগঞ্জ উপজেলা প্রশাসন তাঁকে সংবর্ধনা প্রদান করেন॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *