Shopping cart

  • Home
  • সারাদেশ
  • ১৮ দিনে মেট্রোরেলের আয় ২০ কোটি ৬৭ লাখ টাকা

১৮ দিনে মেট্রোরেলের আয় ২০ কোটি ৬৭ লাখ টাকা

সেপ্টেম্বর ২২, ২০২৪

এই মাসে (সেপ্টেম্বর ২০২৪) মাসের প্রথম দিকের ১৮ দিনে ‘উনপঞ্চাশ লাখ নয় হাজার উনপঞ্চাশ’ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রোরেল কর্তৃপক্ষের আয় হয়েছে ‘বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশত একানব্বই’ টাকা।

গত সাপ্তাহ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) বিকালে ঢাকা “ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের” (ডি এস টি সি এল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এ তথ্য জানান ডি এম টি সি এল এর ব্যবস্থাপনা পরিচালক ‘মোহাম্মদ আবদুর রউফ’।

তিনি বলেন, এক সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত ‘উনপঞ্চাশ লাখ নয় হাজার উনপঞ্চাশ’ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে। এতে আমাদের আয় হয়েছে ‘বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশত একানব্বই’ টাকা। এর মধ্যে দুই শুক্র বার বন্ধ ছিল।

বুধ বার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল। এতে ১ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান ‘মোহাম্মদ আবদুর রউফ’।

‘মোহাম্মদ আবদুর রউফ’ বলেন, বুধবার আমাদের আয় হয়েছে মাত্র ‘চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশত চল্লিশ’ টাকা।

গত বারো সেপ্টেম্বর সবচেয়ে বেশি যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে। এই বিষয়ে তিনি আরো বলেন, এদিন ‘তিন লাখ তেতাল্লিশ হাজার আটশত বিরানব্বই’ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ ‘এক কোটি ছেচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশত ছেষট্টি’ টাকা। এ ছাড়া গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *