Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

পেট্রোল, অকটেন ও ডিজেল কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগ!

সেপ্টেম্বর ২৪, ২০২৪

রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার খানপুরে শ্যামনগর ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাজমুল হাসান মঙ্গলবার এক অভিযানে এই জরিমানা করেন।

মঙ্গলবার তিনি জেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালান।

জনাব নাজমুল হাসান গনমাধ্যম কর্মীদের কে জানান, শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় পাম্পের মালিক ও ম্যানেজার অনুপস্থিত ছিলেন।জনশ্রুতি আছে যে এই পাম্পের মালিক জনাব বকুল সাহেব নিজেকে সবসময় অত্যন্ত সৎ ব্যবসায়ী হিসেবে দাবি করে থাকেন।পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এ অভিযানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *