Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বিনোদন
  • চলচ্চিত্রে বৈষম্যবিরোধী আন্দোলন তুলে ধরার তাগিদ

চলচ্চিত্রে বৈষম্যবিরোধী আন্দোলন তুলে ধরার তাগিদ

জুলাই ১৯, ২০২৫

চলচ্চিত্রে বৈষম্যবিরোধী আন্দোলন তুলে ধরার তাগিদ  

চলচ্চিত্রে বৈষম্যবিরোধী আন্দোলন তুলে ধরার তাগিদ  

মাহফুজ কাউসার ছাদি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বৈষম্যের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের বিষয়গুলো চলচ্চিত্রে ব্যাপকভাবে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, দেশে যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য চলচ্চিত্রের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও তার চেতনাকে কেন্দ্র করে আরও চলচ্চিত্র নির্মাণের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বৃহস্পতিবার শাবিপ্রবির প্রশাসনিক ভবনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বিশ্ববিদ্যালয়ের চোখ ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব মতামত তুলে ধরেন। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ এর অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল।

সভায় বক্তারা চলচ্চিত্রের সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল তার বক্তব্যে তরুণ নির্মাতাদের চলচ্চিত্রের মাধ্যমেই আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা করে জাতীয় চেতনার সাথে সঙ্গতিপূর্ণ সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তারুণ্য ও মানুষের ভাষা বোঝার মাধ্যমে চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব, এ লক্ষ্যে তরুণ নির্মাতাদের পৃষ্ঠপোষকতায় সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি মো: সাকিব মিয়া এবং সাধারণ সম্পাদক মো: হামিম চৌধুরী বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানভিত্তিক ডকুফিল্ম ‘শ্রাবণ বিদ্রোহ’ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নির্মিত ‘দ্য মুনসুন রেভুলুশন’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *